Breaking News

বাংলাদেশ

আন্তর্জাতিক

মেঘনা উপজিলা

All Post

Monday, September 7, 2015

একনজরে বড়কান্দা ইউনিয়ন।

কালের স্বাক্ষী বহনকারী মেঘনা নদীর তীরে গড়ে  উঠা মেঘনা  উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বড়কান্দা ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ বড়কান্দা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

বড়কান্দা ইউনিয়ন পরিষদ- মেঘনা নিউজ।
ক) নাম – বড়কান্দা ইউনিয়ন পরিষদ।
  স্থাপিতঃ ১৯৬৭
খ) আয়তন – ৭৮.৪৬ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৯,১৭৪ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৬ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৩ টি।
চ) হাট/বাজার সংখ্যা -১ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৪৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,
    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,   
    উচ্চ বিদ্যালয়ঃ ১ টি
    কলেজ-১
    মাদ্রাসা- ৫টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –মাজারুল হক
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১৫ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।



ঢ) গ্রাম সমূহের নাম –
            ০১। বড়কান্দা
            ০২। হরিপুর              
            ০৩। সোনাকান্দা
            ০৪। কান্দার গাওঁ       
            ০৫। দূগাপুর             
            ০৬। ফরাজীকান্দী                                                                                                                     
         


ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২জন।
               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৩ জন।
      
               হাসপাতাল-১ টি
               ক্লিনিক -১ টি
              পোষ্ট অফিস-১ টি
       ইউনিয়ন ভূমি অফিস - ১ টি
      সরকারী পুকুর - ২ টি
     স্যানিটেশন হার ১০০%
    পাকা রাস্তা - ৪ কিলোমিটার
   কাঁচা রাস্তা-১৫ কিলোমিটার

No comments:

Post a Comment