স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার রুবেল হোসেন।
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয় এনে দিয়ে তারকাখ্যাতি পেয়েছেন সারা বিশ্বজুড়ে। সেই রুবেল এবার আলোচনায় এসেছেন পাওনা ১৩ লাখ টাকার দাবি ছেড়ে দিয়ে। বিপিএলের দ্বিতীয় আসরে ফ্রাঞ্চাইজির কাছ থেকে তার পাওয়ার কথা ছিল ৩০ লাখ টাকা। ১০লাখ টাকা পেয়েছিলেন আগেই। বাকি ২০ লাখ টাকা থেকে রোববার বিসিবির তরফ থেকে বুঝে পেয়েছেন মাত্র ৭ লাখ টাকা। বাকি ১৩ লক্ষ টাকার দাবি ছেড়ে দিয়েছেন তিনি। এরপরেও অখুশি নন রুবেল, ‘আমি তো ভেবেছিলাম আর কোনো টাকাই পাব না। তারপরও যে এই টাকাটা পেয়েছি, সেটাই যথেষ্ঠ। নাই মামার চেয়ে কানা মামা ভালো।’
Breaking News
No comments:
Post a Comment