Breaking News

বাংলাদেশ

আন্তর্জাতিক

মেঘনা উপজিলা

All Post

Thursday, November 12, 2015

নতুন ইতিহাস গড়ল বাংলার বাঘ মুস্তাফিজ

 

মাত্র নবম ওয়ানডেতেই তৃতীয়বার ৫ উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। ওয়ানডে ইতিহাসে এই কীর্তি নেই আর কারও!

 বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। গত জুনে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতেই ৫ উইকেট নিয়েছিলেন। পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে গড়েছিলেন ইতিহাস। ক্যারিয়ারের প্রথম ২ ম্যাচে ১১ উইকেট ছিল না ওয়ানডে ইতিহাসের আর কারও।
পরের ম্যাচে নিয়েছিলেন আরও ২ উইকেটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচে নিয়েছিলেন ৩টি, জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচেও ৩টি। বুধবার আবারও ৫ উইকেট। গড়লেন আরেকটি ইতিহাস। এত কম ম্যাচে ৩ বার পাঁচ উইকেট পাননি ওয়ানডে ইতিহাসে আর কোনো বোলার।
এর আগে ১৬ ম্যাচে তৃতীয়বার ৫ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস। ১৭ ম্যাচে তৃতীয়বার পেয়েছিলেন লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস।
বুধবার মুস্তাফিজ শুরু করেছিলেন দারুণ এক ডেলিভারিতে চামু চিবাবাকে আউট করে। সুইং করে ভেতরে ঢোকা বলে বোল্ড চিবাবা। আরেক ওপেনার রেজিস চাকাভাকে আউট করেছেন স্লোয়ার কাটারে।
৪ ওভারে প্রথম স্পেলে উইকেট দুটি। ২ ওভারের পরের স্পেলে উইকেট নেই। তৃতীয় স্পেলে সেটি পুষিয়ে দিলেন টানা দুই বলে উইকেট নিয়ে। মিড অন থেকে ছুটে মিড অফে সাব্বির রহমানের অসাধারণ এক ক্যাচে আউট সিকান্দার রাজা। পরের বলেই লুক জঙ্গউইয়ে ক্যাচ দিলেন আবারও সাব্বিরের হাতেই।
পঞ্চম উইকেটে আর কারও সাহায্য লাগেনি। টিনাশে পানিয়াঙ্গারাকে ফিরিয়েছেন ফিরতি ক্যাচে।
সব মিলিয়ে ৮ ওভারে ৩৪ রান দিয়ে ৫ উইকেট। আরও একবার নতুন ইতিহাস। মুম্তাফিজ আবারও জানিয়ে দিলেন, শুধু বাংলাদেশ ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটের জন্যই তিনি বড় এক সম্পদ!

No comments:

Post a Comment