কালের
স্বাক্ষী বহনকারী মেঘনা কাঠালিয়া উঠা মেঘনা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল
হলো রাধানগর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ রাধানগর ইউনিয়ন শিক্ষা,
সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব
স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ০১ নং রাধানগর ইউনিয়ন পরিষদ। স্থাপিতঃ ১৮৬২ ইং
খ) আয়তন – ২৯.৬২ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২০,২৫৭ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১১টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৩৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা- ৫টি।
ঝ) জনসংখ্যাঃ ২০,২৫৭ জন
মোট জমির পরিমানঃ ২,৩৮০ একর
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
নালিতাপাড়া রতনপুর তালতলী
বটতলী মোল্লাকান্দি দুর্ল্বদী
কাঠালিয়া লক্ষনখোলা মুগারচর
রাধানগর পাড়ারবন্দ
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
No comments:
Post a Comment